এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় পানিতে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের মকর উদ্দীনের স্ত্রী নেছা বেওয়া (৯০) লাঠিতে ভর দিয়ে শয়ন ঘরের পিছনে পুকুর পাড়ের ধারে ল্যাট্রিন ব্যবহারের জন্য গেলে পা পিছলে পুকুরের পানিতে পরে মারা যায়। এ সময় বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিল। ঘুম থেকে জেগে উঠে নেছা বেওয়ার ঘরের দরজা খোলা দেখে তার পুত্র বধূ ঘরের মধ্যে তাকে না পেয়ে খোঁজা-খুজি শুরু করে। একপর্যায় ল্যাট্রিন সংলগ্ন পুকুরের ধারে তার লাশ দেখতে পেয়ে চিৎকার দেয় পুত্র বধূ। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানার এসআই ইজাহার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছে।