এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের প্রাণ কেন্দ্রে নির্মিত হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। উপজেলার আমতলী মোড়ে ১৫ শতক সরকারি জমির উপর তিনতলা বিশিষ্ট কমপ্লেক্স ভবনের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
২০১৬ সালের ২৬ জুলাই সাইদুর রহমান ঠিকাদার প্রতিষ্ঠান ২ কোটি ১৮ লাখ ১২ হাজার ৬৫৪ টাকা বরাদ্দের কাজটি চুক্তি বদ্ধ হয়ে কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ শুরু করেন। সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা যায় চলতি বছরের ২৪ মে কাজটি সম্পন্ন হওয়ার কথা। কিন্তু ঠিকাদার সাইদুর রহমান জানান-২০১৮ সাল পর্যন্ত চুক্তি মেয়াদ রয়েছে। তিনি আরও বলেন সুন্দরগঞ্জ অফিসের কাগজপত্রে ভুল রয়েছে। তার পরেও চলতি বছরের মধ্যেই কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে নির্মাণ কাজের ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু জানান-কাজের মান মোটামুটি ভালো তবে কাজ শেষ হওয়ার সময় সীমা আমার জানা নেই। কমপ্লেক্স ভবনটি চালু হলে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অনেক সুযোগ সুবিধা পাবেন আশা করছি। উপজেলা প্রকৌশলী আবুল মুনছুরের সাথে মোবাইল-ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাকসুুদুল আলম জানান-ঠিকাদার প্রতিষ্ঠান চাইলে কাজের সময় সীমা বাড়াতে পারেন। তবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সময় সীমা ২০১৮ সাল পর্যন্ত রয়েছে।