এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন রিয়াল চেঞ্জ অব বাংলাদেশ (আরসিবি)’র উদ্যোগে দূঃস্থ অসহায়দের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার বেলকা মজিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা সংগঠনের পরিচালক সরকার মাকছুদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা, সদস্য রওশন আলম প্রমুখ। পরে অসুহায় ও দূঃস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিরতণ করেন অতিথিবৃন্দ। মানবতা হাসলে বাংলাদেশ হাসবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১২ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।