এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধঅরসুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার হাটে দোকান ঘরের জায়গা জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। ইউপি চেয়ারম্যান ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে খামার ধুবনী গ্রামের খবির উদ্দিন ব্যাপারীর ছেলে আব্দুল করিম আকন্দের সাথে মনজিল আকন্দের ছেলে সোনা মিয়ার দোকান ঘরের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সংঘর্ষ বাঁধে। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন আব্দুল করিম আকন্দ, আবুল কাশেম, আব্দুর রহমান, মিলন মিয়া, মুকুল মিয়া, সোনা মিয়া, আবু জাফর, খুশী মিয়া, বাবলু মিয়া, মোনারুল ইসলাম, মুন্নী আক্তার, শিরিনা আক্তার, কুদ্দুস মিয়া, ভুট্টু মিয়া, রুজিনা আক্তার আহত হয়। স্থানিয়রা আহতদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ধুবনী কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।