সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহবাজ গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অপরাধে ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফুলমিয়া (৫০) কে পুলিশ গ্রেফতার করেছে। আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ওই কিশোরীকে জামা-কাপড় এবং অন্যান্য জিনিসপত্র দেয়ার প্রলোভন দিয়ে গত ১৮ জুন রোববার সুকৌশলে প্রতিবেশী ফুলমিয়া তাকে তার বাড়িতে নিয়ে যায়। সেসময় ওই বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে ফুলমিয়া তাকে ঘরে তুলে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা কিশোরী বাড়ির লোকজনকে গিয়ে ফুলমিয়ার অপকৃত্তির কথা খুলে বলে। বিষয়টি গ্রাম্য শালিসের মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ফুলমিয়া কোন সমাধানে না আসায় কিশোরী বাবা গত মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ ফুলমিয়াকে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গ্রেফতার করে।