সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ আর্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শুক্রবার বিকেলে বামনজল পল্লী সমাজ উন্নয়ন সংস্থা চত্তরে উঠান বৈঠক অনুষ্ঠিত হওয় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহনাজ আকতারের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান। এছাড়া সুন্দরগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষক তসলিমা নাসরিনসহ স্থানীয় গর্ণমান্য ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে উপস্থিত নারী-পুরুষদের অার্ন্তজাতিক পাবলিক সার্ভিস দিবসের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।