এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশ-বিদেশের সাড়া জাগানো বিদ্যাপীঠ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম বে-নজির আহম্মেদ লিংকন (৫২) চিকিৎসাধীন অবস্থায় রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করে (ইন্নালিল্লাহে—– রাজেউন)। তিনি উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান। নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলামসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।