
সাভারের পৃথকস্থানে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে । এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছে আরও ২ জন।
বৃহস্প্রতিবার বিকেলে ভারী বর্ষনের সময় সাভারের হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় এ বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে।
সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগ জানান, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় প্রবল বৃষ্টির সময় গোসল করছিলেন ৩ কিশোর। এদের মধ্যে হঠাৎ বজ্রপাতে ২ কিশোর মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর এক কিশোরকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে একই সময় সাভার পৌর এলাকার নামা গেন্ডা এলাকায় আসাদুল নামের আরও ১ ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। কাঠগড়া এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছে মাকসু আক্তার নামের এক নারী। তাকেও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সূত্র- বাসস