
বিনোদন ডেস্ক:
অভিনেত্রী শাবানার স্বামী চলচ্চিত্রকার ওয়াহিদ সাদিকের রাজনীতিতে আসার খবরে যশোরে আওয়ামী লীগে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
যশোরের কেশবপুর থেকে আওয়ামী লীগের হয়ে আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন এমন খবরে স্থানীয় আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা ওয়াহিদ সাদিকের রাজনীতিতে আসাকে স্বাগত জানিয়েছেন, আবার অনেকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে অভিনেত্রী শাবানার কেন নয়, তার স্বামী ওয়াহিদ সাদিক রাজনীতিতে আসছেন এমন প্রশ্নও দেখা দিয়েছে। এ নিয়ে যশোরের কেশবপুরের সর্বত্র আলোচনা-সমালোচনা হচ্ছে বলে জানা যাচ্ছে।
ওয়াহিদ সাদিক জানিয়েছেন, শাবানা রাজনীতির প্রতি আগ্রহী নন, তিনি ঘরসংসার নিয়েই এখন বেশি ব্যস্ত।
ওয়াহিদ সাদিক আরো বলেন, গত সোমবার অসুস্থ চিত্র পরিচালক আজিজুর রহমানের চিকিৎসা সহযোগিতার বিষয়ে আলাপ করতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে চলচ্চিত্র শিল্পের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছি। সেসময় প্রধানমন্ত্রী আমাকে বলেন, শাবানা তো আর চলচ্চিত্রে আসবেন না। আপনি আসুন। কিন্তু আমি তাকে রাজনীতির বিষয়ে আগ্রহী জানালে তিনি আমাকে উৎসাহিত করেন। যশোরের কেশবপুর থেকে আগামী নির্বাচনে হয়তো আমি সংসদ সদস্য প্রার্থী হতে পারি। আমি প্রধানমন্ত্রীকে বলেছি আপনি হুকুম করলে অবশ্যই আমি নির্বাচন করব।
প্রসঙ্গত, অভিনেত্রী শাবানা ওয়াহিদ সাদিকের সাথে ১৯৭৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।