গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রহিমা খাতুন। এসময় বক্তব্য রাখেন নবাগত গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ শাহারিয়ার খাঁন বিপ্লব, উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ মোঃ ফজলে এলাহী, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মেছের আলী সরকার, অধ্যক্ষ পরেশ চন্দ্র, আব্দুস সামাদ, প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার, প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, রেজাউল করিম, কাজী আব্দুল্লাহ আল কাফী, মসজিদ ইমাম আব্দুল কাদের ও ইউনিয়ন উদ্যোক্তা ফিরোজ কবির প্রমূখ। মতবিনিময় সভায় সাদুল্লাপুর উপজেলার উন্নয়ন কল্পে বিস্তারিত আলোচনা করেন। এ অনুষ্ঠানে সঞ্চালন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু রায়হান দোলন।