গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে অত্র অফিস কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠানে নব নির্বাচিত সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান গাইবান্ধা জেলা ব্যবস্থাপক কাজল চন্দ্র দাস।
এর আগে গত ৪ জুন সাদুল্যাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে ফরিদপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান (বই) প্রতীক ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শাহজালাল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মাজেদ আকন্দ (চেয়ার) প্রতীকে ১২৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে চাঁদ করিম মজিবর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ বিন আব্দুল আজিজ প্রধান জুয়েল (মই) প্রতীক ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম (মাছ) প্রতীকে ৭৩ ভোট পেয়েছেন।
এছাড়া যারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সাধারণ সম্পাদক রোজিনা আকতার, ট্রেজারার ফারুকুল ইসলাম, ডিরেক্টর আহসান হাবিব ও খায়রুজ্জামান।
সাদুল্যাপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৪৮ এর মধ্যে প্রদত্ত ভোট ২৭১। উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।