সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির পরিচিতি, দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাদুল্যাপুর কেএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার। বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ তোতা মিয়া, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শাহারিয়া খাঁন বিপ্লব, আওয়ামীলীগ নেতা মাওঃ আব্দুর রহমান, মনোরঞ্জন সরকার ও ছাত্রলীগ সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল প্রমূখ। আলোচনা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়নরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী মহল উপস্থিত ছিলেন।