গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতন চত্বরে সাঘাটা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শুক্রবার ৩টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংস্থার সভাপতি সাহাবুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আওয়ামীলীগ নেতা মাহবুবর রহমান নিটল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সামছুল আলম, জেলা পরিষদ সদস্য সাকোয়াত হোসেন, সাবিনা মোস্তারী রাত্রি, সংশ্লিষ্ট সংস্থার ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ উজ্জ্বল, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, সাবেক চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু, ডাঃ আব্দুর রাজ্জাক শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউল করিম প্রমুখ।
শেষে সাঘাটা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৩টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের ক্রেষ্ট প্রদান করা হয়।