গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ও সমাজতান্ত্রিক দল বাসদ গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার জাতীয় সংসদে পেশকৃত বর্তমান সরকারের বাজেটের প্রতিবাদে শহরের ১নং ট্রাফিক মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সরকারের উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করে বক্তারা বলেন, অর্থমন্ত্রী জাতীয় সংসদে যে বাজেট প্রস্তাব করেছেন তা এদেশে ২০ভাগ অথ্যাৎ সমাজের উচ্চবিত্ত একটা শ্রেণির সুবিধার কথা চিন্তা করে করা হয়েছে। এ বাজেট এদেশের ৮০ শতাংশ গরীব মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনে কোন ভূমিকা রাখবে না। গণবিরোধী এই বাজেট সরকারকে আরও গণবিরোধী করে তুলবে। অবিলন্বে এই বাজেট বাতিল করে গণমূখী একটি বাজেট প্রস্তাবের দাবি জানান বক্তারা। এছাড়া বক্তারা বলেন, চাল,ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম স্বাধীনতার পর যে কোন সময়ের চাইতে সবচেয়ে বেশী, বিদ্যুতের লোডশেডিং এ জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাসের দাম বৃদ্ধি করে জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তোলা হয়েছে। সারা বিশ্বে যখন জ্বালানী তেলের দাম কমছে, তখন এদেশে দফায় দফায় তেলের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। দেশের এই অসহনীয় অবস্থা থেকে দেশবাসীকে মুক্তি দিতে হলে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান জরুরী- সিপিবি বাসদ সেই লক্ষ্যে কাজ করে চলেছে। জনগণকে সাথে নিয়ে আগামি দিনে বাম বিকল্প শক্তি গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, জেলা সিপিবির কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জাহাঙ্গী আলম মাস্টার,বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ নেতা এ্যাডভোকেট মনিরুজ্জামান মোস্তফা, ছাত্র ইউনিয়ন নেতা তপন দেবনাথ ও রানু সরকার প্রমূখ।