
‘এই সরকার অনেক আন্তরিক, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছুই জানেন না যে, তাদের কী করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এসব বিষয় অবগত করতে চাই।’
রবিবার প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার বিষয়টি জানিয়ে শাকিব খান এসব কথা বলেন।
শাকিব বলেন, সকালে পাবনা থেকে ঢাকায় ফিরব। এখানে প্রায় শুটিং শেষ। কিন্তু ঢাকায় প্রেসক্লাবের একটা ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্য ঢাকায় ফিরছি। এই পার্টিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে নিমন্ত্রণ পেয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেতা শাকিব খান। রবিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করবেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানে শাকিবকে নিমন্ত্রণ জানানো হয়েছে।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘আমাদের শুধু চলচ্চিত্রে অভিনয় করলেই হবে না। এখন সময় এসেছে চলচ্চিত্রের জন্য আরো কিছু করার। কিন্তু সরকার যদি সাহায্য না করে তবে আমাদের কী-বা করার আছে?’