
সরকারদলীয় লোকেরাই পাহাড়িদের বাড়িঘরে আগুন দিয়েছে, লুটপাট করেছে অভিযোগ করে এর সুষ্ঠ তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, রাঙামাটিতে পাহাড়িদের বাড়িঘরে হামলার সঙ্গে সরকারদলীয় লোকেরা জড়িত। তারাই এ হামলাও বাড়িঘরে আগুন দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করবার জন্যে যারা জনপ্রিয় নেতা-নেত্রী আছেন, তাদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে পুরোপুরি বিরোধীদলকে নিষ্ক্রিয় করে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায়। কারণ আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণ তাদের সাথে নেই। সেই কারণে তারা হামলার পথ বেছে নিয়েছে।’
সংবাদ সম্মেলনে জ্যেষ্ঠ নেতা আমানউল্লাহ আমান, আহমেদ আজম খান, হাবিবুর রহমান হাবিব, শামসুল আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুল করীম শাহিন, শাম্মী আখতার, যুবদলের মোরতাজুল করীম বাদরু প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।সূত্র- আরটিএনএন