সিলেট মদন মোহন কলেজ সরকারিকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় একশ‘ কোটি টাকা মূল্যের সম্পদ বুঝিয়ে দেয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ আজ বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে স্থাবর-অস্থাবর সম্পত্তি বুঝিয়ে দেন।
গত ২০১৬ সালে সিলেটের ঐতিহ্যবাহী মদন মোহন কলেজ সরকারিকরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শুরু হয় সরকারিকরণ প্রক্রিয়া। বৃহস্পতিবার ‘ডিড অব গিফট নিবন্ধন’ কার্যকরের মধ্য দিয়ে কলেজটি সম্পূর্ণভাবে সরকারের হাতে তুলে দেয়া হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিত এ সময় বলেন, বেসরকারিভাবে দীর্ঘদিন পরিচালিত হওয়ার পর গত বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে আসেন। তিনি কলেজটি সরকারিকরণের আশ^াস দেন। আজ এ কার্যক্রমের মধ্য দিয়ে এ কলেজের মালিক হয়ে গেছে সরকার। এখন থেকে কলেজের একাডেমিক উন্নয়ণ ও সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
এর আগে কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল মাল আবদুল মুহিতের স্বাক্ষরের পর ডিড অব গিফট নিবন্ধন অর্থাৎ, কলেজের স্থাব-অস্থাবর সম্পত্তি দলিলমূলে সিলেট সদর সাব-রেজিস্ট্রার আবু বকরের কাছে হস্তান্তর করেন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
কলেজ অধ্যক্ষ জানান, কলেজের ১ দশমিক ৫৩৮১ একর ভূমিসহ স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৮৩ কোটি টাকারও বেশি। অস্থাবর সম্পত্তিসহ প্রায় একশ’ কোটি টাকার সম্পত্তি আজ সরকারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তিনি কলেজটি সরকারিকরণের প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস