খবরবাড়ি ডেস্কঃ আজ পবিত্র ঈদুল ফিতর। আজকের এইদিন-এই প্রথম; গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের প্রাচীন ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের প্রধান ফটক/গেট-এর ফলক উন্মোচন করা হয়।
যথাসময় সকাল সাড়ে ৯ টায় ঈদের নামাজ আদায় পূর্ব প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। দীর্ঘদিনের প্রত্যাশিত ফটক নির্মান বাস্তবায়িত হওয়ায় বিশেষ করে এবারের ঈদ-এ ঈদগাহ্ মাঠে উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিদের ঈদ আনন্দের পাশাপাশি একটু হলেও বাড়তি খুশি পরিলক্ষিত হয়েছে।
উল্লেখ্য; গত ঈদুল আযহায় একই মাঠে নামাজ আদায় পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিশ্র“তি গেট নির্মাণ শেষে আজকের ঈদুল ফিতরের এই খুশির দিনে ‘সুন্দর সাদৃশ্যে’র নির্মাণ শৈলিতে নির্মিত একটি গেট উদ্বোধন করবেন। প্রদত্ত প্রতিশ্র“তি মোতাবেক তিনি বাস্তবায়িত প্রধান গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আজ ঈদের দিন।আজকের সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তিনি দেশের যে কর্মস্থলেই থাকুন না কেন; পলাশবাড়ী সদরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের সৌন্দর্য বৃদ্ধিতে সম্ভাব্য কিছু করার চেষ্টা করবেন বলে প্রতিশ্র“তি ব্যক্ত করেন।
এ সময় আওয়ামী লীগ উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আলম ছাড়াও আওয়ামী লীগদলীয় অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে; সারা বিশ্বের মুসলিম উম্মাহ্’র আজকের এই বিশেষ দিনে ইউএনও তাঁর এবং পরিবারের ভবিষ্যত জীবনের মঙ্গল কামনা করে সমেবেত মুসুল্লিদের নিকট আন্তরিক দো’আ কামনা করেন।
শেষে সম্ভাব্য সকল স্তরের মুসুল্লিগনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে বিশেষ আলিঙ্গন/কোলাকোলি করেন।
উদ্বোধনী শেষে ইউএনও এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ স্বতঃস্ফুর্ত স্মৃতির এ্যালবামের আঁচরে সংরক্ষণে সম্মিলিত ভাবে ছবির বিশেষ পোজ দেন।