
দেশের শেয়ারবাজার ধ্বংস করে, ব্যাংক লুট করে সরকার এবার সাধারণ মানুষের পকেট লুট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জোর করে সাধারণ মানুষের পকেট থেকে সরকার করের নামে ১৫ শতাংশ ভ্যাট আদায় করছে।
শুক্রবার বিকালে রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
বাজেটের নামে করের টাকা যাচ্ছে কোথায় প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার মেগা প্রজেক্ট করছে। ৮ হাজার কোটি টাকার প্রোজেক্ট ২৮ হাজার কোটি টাকা করছে। সরকারে অনুসারীরা প্রতিবছর ৭০ থেকে ৮০ কোটি টাকা বিদেশে পাচার করছে। সুইস ব্যাংকে জমা করছে, বিদেশে বাড়ি করছে। সব প্রকাশ পাচ্ছে।’
দেশের প্রবৃদ্ধি নিয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘যে দেশের মানবসম্পদের উন্নয়ন হয় না, সে দেশের প্রবৃদ্ধি সাত শতাংশ হয় কিভাবে? দেশের প্রবৃদ্ধির তথ্য নিয়ে বিভ্রাটে নেমেছে সরকার।’
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন-ব্যবস্থা, রাজনীতি যেভাবে ভেঙে পড়েছে, সেভাবে দেশের অর্থনীতিও ভেঙে পড়েছে। দেশের অর্থনীতি আজ হুমকির মুখে। যে সরকার বাজেট দিয়েছে, সে সরকারও নির্বাচিত নয়। যে সংসদে বাজেট পেশ হয়েছে, সেটিও নির্বাচিত নয়। বাজেট নিয়ে জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা নেই।’
আয়োজন সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহর সভাপতিত্বে এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র- আরটিএনএন