
শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।
রবিবার দুপুরে চলচ্চিত্র ঐক্যজোটের ডাকা সমাবেশে এসে সেন্সরবোর্ডে ঘেরাও করার সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের দেশের কোনো স্যাটালাইট চ্যানেল, সিনেমা ইন্ডিয়াতে চলে না। তাহলে এদেশে ইন্ডিয়ান চ্যানেল, ছবি কেন চলবে? আমাদের দেশে যারা ইন্ডিয়ান ছবি দেখেন তারা এটা বর্জন করুন। শরীরে এক ফোটা রক্ত থাকতে আর এদেশে ইন্ডিয়ান ছবি চলতে দেয়া হবে না।’
যদি এদেশে যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবি চলে তবে সিনেমা হল সিলগালা করা হবে উল্লেখ করে ডিপজল বলেন, সিনেমা হলের কিছু মালিক দালালদের সঙ্গে হাত মিলিয়ে এসব ভিনদেশি ছবি অবৈধভাবে মুক্তি দিচ্ছে।
পরে সেন্সর বোর্ডের ভেতরে প্রবেশ করেন এই খল অভিনেতা। জানা যায়, শিগগিরই আন্দোলনকারীদের সঙ্গে জরুরি মিটিংয়ে বসবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।