
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাট ও চুরির বাজেট বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, এই বাজেট অর্থমন্ত্রীর নয়, শেখ হাসিনার বাজেট। অর্থমন্ত্রী এটি তৈরি করেননি, এটি শেখ হাসিনার কথামতো তৈরি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বাজেটের কী দরকার? প্রত্যেক বারই তো বাজেট করা হয় এবং সে বাজেট শেষ হয়। নিজেদের পকেট ভারী করতে এই বাজেট দেয়া হয়েছে।’
এ সময় নির্বাচন নিয়ে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে সরকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করছে তারা। সরকারের এই অপচেষ্টা সফল হবে না। ৫ জানুয়ারির মতো নির্বাচনের চেষ্টা করলে, সেখান থেকেই সরকারকে বিদায় নিতে হবে।’সূত্র- আরটিএনএন