
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামে ইদের কেনাকাটা ও দাওয়াত নিয়ে ঝগড়া করে স্বামী ও স্ত্রী একই সঙ্গে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে আব্দুল জলিলের সাথে ২ মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার কমলাবাড়ী গ্রামের আব্দুর রহমানের মেয়ে নিলুফা আক্তারের। ইদের দুই দিন আগে থেকে তাদের মধ্যে কেনাকাটা নিয়ে ঝগড়া চলছে। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী নিলুফা তার স্বামী জলিলকে বাবার বাড়ী যাওয়ার কথা বললে জলিল যেতে অস্বীকার জানায়। এ ঘটনায় রাগ করে প্রথমে নিলুফা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। স্ত্রীর আত্মহত্যা দেখে জলিলও ওই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সূত্র- আরটিএনএন