
রাজধানীর উত্তরখানে আবেদা খাতুন (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল ইসলাম জানান, নিহত ওই নারী তার মেয়েদের সাথে থাকতেন। এছাড়া প্রায় ১৫ বছর আগে স্বামীর সাথে তার তালাক হয়ে যায়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।