
রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ বান্ডিল টিন সহায়তা দেওয়ার ঘোষণা দেন।
মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
জানা যায়, রাঙ্গামাটির পর বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ওবায়দুল।
উল্লেখ্য, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী চট্টগ্রাম বিভাগের চার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। আরো বহু আহত এবং নিখোঁজ রয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে সর্বশেষ ১০০ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
এছাড়া নিহতদের মধ্যে সেনাবাহিনীর চার জন সদস্য রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রামে ২৭ জন ও বান্দরবানে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সব জায়গায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র- আরটিএনএন