
রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-১১ সদস্যরা। শনিবার সকালে তাদেরকে আটক করা হয়।
তবে তৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. মিজানুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আটক তিনজন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। অভিযান চালিয়ে র্যাব-১১ এর একটি দল যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেছে।