
কমে গেছে মোস্তাফিজের কাটারের ধার। এ নিয়ে চাপা গুঞ্জণ ক্রিকেট পাড়ায়। সদ্য সমাপ্ত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচ খেলে মাত্র ১ উইকেট শিকার করেছেন ফিজ। যেখানে তাঁর স্ট্রাইক রেট ১৭৪ এবং ইকোনমি রেট ৬.৩১। কেন টাইগার দলেন অন্যতম সেনসেশন মোস্তাফিজের এমন বেহাল দশা?
এ নিয়ে বাংলাদেশ দলের পেস তারকা তাসকিন আহমেদ মঙ্গলবার জানিয়েছেন, দর্শকদের কথা কী বলব, আমাদের খেলোয়াড়দেরই তার কাছে অনেক বেশি প্রত্যাশা। ও বিশেষ কিছু না করলেই মনে হয় খুব বুঝি খারাপ বোলিং করল।
অবশ্য মোস্তাফিজের ছন্দ হারানোর পেছনে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তুলে ধরেছেন দুইটি কারণ। মাশরাফির মতে, বর্তমানে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়ার কারণেই আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হচ্ছেন ফিজ।
দ্বিতীয়ত, অন্য দলগুলো ইতিমধ্যে মুস্তাফিজকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে, যার ফলে তাঁর বোলিং এখন আর কারও কাছেই খুব একটা দুর্বোধ্য নয়। টাইগার অধিনায়কের ভাষায়,একটা হতে পারে তার খারাপ সময় যাচ্ছে। এটা সব ক্রিকেটারেরই যায়। অথবা অন্য দলগুলো তার বোলিং খুব ভালোভাবে পড়ে ফেলেছে। আরেকটা হলো ক্যারিয়ারের শুরুতেই ওর চোটে পড়া। হয়তো ভেতরে একটা ভয় কাজ করে। কাটারের পাশাপাশি আরও কিছু বোলিংয়ের অনুশীলন করেছে মোস্তাফিজ। সেটারও একটা প্রভাব পড়ে থাকতে পারে।
এদিকে দলের একটি সুত্রের মাধ্যমে জানা গেছে চ্যাম্পিয়নস ট্রফির আগে থেকেই মোস্তাফিজের বোলিংয়ে নতুনত্ব আনার চেষ্টা করছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। আর এর ফলেই বোলিংয়ের ধাঁর কমে গেছে তাঁর বলে ধারণা করা হচ্ছে।