
মেহেরপুর সদর উপজেলার নূরপুর মোড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিরাতুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সিরাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি সাটারগান, পাঁচ রাউন্ড গুলি, পাঁচ ককটেল ও তিনটি রামদা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল সেখঅনে পৌঁছলে তারা গুলি বর্ষণ শুরু করে। এ সময় পুলিশও পাল্টা গুলি বর্ষণ শুরু করলে সিরাতুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।
আহসান হাবীব জানান, বন্দুকযুদ্ধে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি সৈয়দ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাসহ ১১টি মামলার আসামি ছিলেন সিরাতুল।সূত্র- আরটিএনএন