
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১১ এর অভিযানে বিদেশী অস্ত্র ও মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক দুইটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে র্যাব-১১।

মুন্সীগঞ্জ র্যাব-১১ এর সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, সোমবার মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত কোলাপাড়া ইউনিয়নের কাজুরগাও এলাকায় অভিযান চালনা করা হয়। র্যাব-১১ এর সিপিসি-১ অভিযানে আইনুল হকের ছেলে কালা স্বপনের (৩৫) বাড়ি থেকে ১টি হরিনের চামড়া ১টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আলামিন (৩৩) নামে একজনকে আটক করা হয়। এছাড়া অস্ত্র বেচাকেনার ৪ লক্ষ ৬৪ হাজার ৫০টাকা জব্দ করা হয়।
অন্যদিকে উপজেলার আলামিন বাজার থেকে ৬৬৫ বোতল ফেন্সিডিলসহ মনির হোসেন (৩৫) ও আজিবরকে (৩৮) আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লক্ষ ২০ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। বাঘড়া ইউনিয়নের কামারগাও এলাকার মতিউর রহমানের ছেলে মনির এবং তোতা মিয়ার ছেলে আজিবর।সূত্র- আরটিএনএন