
ঈদের পর দিন সড়কে প্রাণ গেল দাদা-নাতির। ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপচাপায় তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজির সিমলা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ জানান, রাস্তা পার হওয়ার সময় পিকআপচাপায় দাদা-নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে উত্তেজিত জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।