
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে রাতভর প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে প্রাণহানির ঘটনায় আজ শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বাণীতে রাষ্ট্রপতি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে বেসামরিক জনগণের এবং উদ্ধার কাজে নিয়োজিত কয়েকজন সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসস’কে জানান, রাষ্ট্রপতি সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন করতে এবং ভূমিধসের ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আবদুল হামিদ নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রাঙ্গামাটি ও বান্দরবানে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির অনেক বাসিন্দা পাহাড় বা উঁচু জমিতে বা তার পাশে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করে থাকে।সূত্র- বাসস