গাইবান্ধা প্রতিনিধিঃ সরকারের বিশেষ বরাদ্দ ঈদে ভিজিএফ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পাটি গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে গতকাল বুধবার দারিয়াপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ ও প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী,সম্পাদক মন্ডলীর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম,অঞ্চল কমিটির সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
বক্তারা বলেন সামাজিকবেষ্টনী কার্যক্রম ভিজিএফ আসন্ন ঈদে বন্ধ করে প্রায় এক কোটি সুবিধাভোগী দরিদ্র মানুষকে বঞ্চিত করা হচ্ছে। বক্তারা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে অবিলন্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। বক্তারা আরও বলেন বর্তমানে যখন সারাদেশে চালের মূল্য সব রেকর্ড ছাড়িয়েছে.তখন ভিজিএফ বন্ধের সিদ্ধান্ত গণবিরোধী ছাড়া আর কিছুই নয়। বক্তারা সরকারের এহেন গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।