
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঐতিহাসিক সেমিফাইনালে টসে হেরে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টিভি, গাজী টিভি ও স্টার স্পাের্টস-১।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের সঙ্গে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৩টি ম্যাচ খেলেছে। যেখানে ২৬টিতেই ভারত জয় পেয়েছে। আর বাংলাদেশ নিজেদের করে নিতে পেরেছে ৫টি ম্যাচ। বাকি দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডে, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।