এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সামান্য বৃষ্টি হলেই সুন্দরগঞ্জ পৌর সভার প্রধান-প্রধান সড়কে পথচারিদের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। কাদা ও পানি জমে যাওয়ায় পায়ে হেঁটে চলাচল অত্যন্ত দুরহ ব্যাপার হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে দাবি করছেন ব্যবসায়ী ও পথচারিগণ। পবিত্র মাহে রমজান মাসে ঈদের কেনা-কাটা অনেকটা জমে উঠেছে পৌর শহরের দোকান গুলোতে। সে কারণেই উপজেলার বিভিন্ন এলাকা হতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অপরদিকে গত কয়েকদিনের অবিরাম বর্ষণে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। রিক্সা ও ভ্যান ছাড়া চলাফেরা করা যাচ্ছে না। কাদা পানিতে জামা-কাপড় নষ্ট হয়ে যাচ্ছে পথচারিদের। বিশেষ করে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভবনের সামনে গিটা কাদা জমে যাওয়ায় গ্রাহকরা অতিকষ্টে ব্যাংকে যাওয়া আসা করছে। যত্রতত্র রিক্সা ভ্যান দাড়িয়ে থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো সড়ক দুর্ঘটনা। এ অবস্থার কারণে রাতে রমজানের তারাবীর নামায পড়তে যেতে পারছেন না অনেকে। ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম জানান- সামান্য বৃষ্টির পানি হলেই চলাচল করতে পারছেন না গ্রাহকরা। পানি বের হয়ে যাওয়ার মত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পথচারিদেরকে এ ভোগান্তির শিকার হতে হচ্ছে। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন জানান-প্রধান-প্রধান সড়ক মেরামতের জন্য ইতিমধ্যে টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কাজ করা সময়ের ব্যাপার মাত্র। বৃষ্টি হলে পথচারিদের চলাফেরায় একটু সমস্যা হচ্ছে।