
লিওনেল মেসির বিয়ে উপলক্ষে তারার হাট বসেছে রোজারিও শহরে। ক্লাব বার্সার বন্ধু থেকে শুরু দেশের বন্ধু সবাই এসেছেন তার বিয়ের অনুষ্ঠানের। বন্ধুদের নিয়ে জমকালো বিয়ের অনুষ্ঠান করলেও খাবারের তালিকায় ঘরোয়া মেন্যু রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
রোজারিওর সিটি সেন্টারে হবে মেসির বিয়ের জমকালো অনুষ্ঠান। এরইমধ্যে সেখানে পৌঁছে গেছেন লুইস সুয়ারেজ, জাভি হার্নান্দেজ, স্যামুয়েল ইতো, কার্লোস পুয়োল, সেস ফ্যাব্রেগাস, সার্জিও বুস্কেটসদের মতো সাবেক এবং বর্তমান তারকারা। তাদের নিরাপত্তার জন্য রোজারিও আইন-শৃঙ্খলা বাহিনী ৩০০ পুলিশ কর্মকর্তাকে হোটেলের আশপাশে নিয়োজিত রেখেছেন।
অতিথিদের আরাম-আয়েশের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আর বিয়ের খাবারের মেন্যুতে শুরুতেই থাকছে সসেজ, প্যাটিস। মূল তালিকায় থাকবে আর্জেন্টাইন বিখ্যাত গরুর রোস্ট, মাংসের স্টু, মুরগির চপ। মাংসে অরুচি যাদের তারা খাবেন সুসি।
বিয়ের জন্য আয়োজনের কোনও কমতি রাখেননি মেসি। সবকিছুই প্রস্তুত। এখন শুধু পুরনো চার চোখে নতুন করে ভালোবাসার আলো জ্বালানোর পালা।