গাইবান্ধা প্রতিনিধিঃ ‘প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও পরিবেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। জনউদ্যোগ ও পরিবেশ আলোলন গাইবান্ধা এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক ইবনে সিরাজ, মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, পরিবেশ আন্দোলন গাইবান্ধার সহ-সভাপতি লাসেন খান রিন্টু, শিক্ষক অশোক সাহা, নারী নেত্রী প্রতিভা সরকার ববি, অঞ্জলী রানী দেবী, ইব্রাহীম খলিল নান্নু প্রমুখ।
বক্তারা বলেন, বৈশ্বয়িক উষ্ণতা, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি পরিবেশিক বিপর্যয়ের জন্য মানব সভ্যতাই দায়ী। মানব সৃষ্ট এই বিপর্যয় রোধে তাই মানব সমাজকেই ভূমিকা পালন করতে হবে, গ্রহণ করতে হবে সময়োপযোগী কর্মসূচি। আর এ কর্মসূচির প্রথম ধাপ হিসেবে প্রথমে নিজেকে সচেতন করে তুলতে হবে, সচেতন করতে হবে আমাদের প্রতিবেশীদেরকে। আমাদেরকে নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশ অনুকূল উপায় ও পরিকল্পনা গ্রহণ করা দরকার। জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরিবেশ বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাহবিন তাসনীম মৌমিতা প্রথম, সাবরিনা তাসনীম দ্বিতীয় ও কাজী নূহাইনা আফরিন তৃতীয় স্থান অধিকার করে। এছাড়া ১১জন ছাত্রছাত্রীকে উৎসাহ পুরস্কার দেয়া হয়।