খবরবাড়ি ডেস্কঃ সবার প্রতি ‘ঈদ মোবারক’ ঈদ মানেই খুশি’ ঈদ মানেই হাসি’ আজকের এই বিশেষ দিনে আপনার-আমার আমাদের তথা অনেকের’ই প্রত্যাশার মাঝেই ছিল একটু হাসি-খুশির ছটা। বলা যেতে পারে সবার প্রত্যাশা প্রায় ওই একই। ভিন্ন কিছু অবশ্যই নয়।
গাইবান্ধার পলাশবাড়ীর সন্ধি একাডেমির প্রত্যাশাও কিন্তু ঠিক তাই-ই। তাদেরও আশা আমাদের নির্মল আনন্দ দেয়া। উপজেলা সদরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সন্ধি একাডেমি’। একমাত্র তাদের উদ্যোগেই বরাবরের ন্যায় এবারো অর্থাৎ আজ পবিত্র ঈদুল ফিতরের দিনে সদরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে চলছে ‘মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিরূপ আবহাওয়ায় শীতল পরশে হিমেল আবেগে মনোমুগ্ধকর সংগীত সন্ধা বেশ ভালোই এগুচ্ছিল।

কিন্তু বিধিবাম চিরায়িত প্রকৃতির আষাঢ়ে ঢলের পূর্বাভাস যেন একেবারে তর্ সইছিল না। না আসা-আসা মনে করে শুরু হলো মৃদু ঝড়ের আসন্ন ঘন্টা। আর হলো না-সবার প্রত্যাশাকে ঝড়ের ঝাপটায় মূহুর্ত্বের মধ্যে পুরো অনুষ্ঠানস্হল একেবারে মলিন হয়ে গেল। ঈদ আনন্দে মুখরিত কানায়-কানায় উপচে পড়া শহীদ মিনার চত্বর জুড়ে বিপূল সংখ্যক সংগীত প্রিয় দর্শকদের হাসি-খুশি নিমিষেই যেন নিরানন্দে পরিনত হয়ে গেল। সবার অনুশোচনা-আবেগ ধরে রাখার মত নয়। আর এটাই বাস্তব।এটাই নিয়তি। সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন।চিরসত্যকে মেনে নিতেই হয়। সব তার ইচ্ছা।
বিরুপ আবহাওয়ার চলমান গতিতে সংগীত পনিবেশনের ধারাবাহিকতায় সুরেলা কন্ঠে অপেশাদার স্হানীয় শিল্পী আব্দুল হালিমের পরিবেশনায় জনপ্রিয় গান শেষ হতে না হতেই সব আয়োজন যেন পন্ড হয়ে গেল।