
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়হাটি এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে সিরাজগঞ্জ-বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চারজনই মাইক্রোবাসের যাত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, বগুড়া থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকা থেকে আসা কুড়িগ্রামগামী ধানসিঁড়ি পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির দুই পুরুষ, এক নারী ও এক শিশু যাত্রীর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে।সূত্র- আরটিএনএন