
নীলফামারী জেলায় বাল্যবিবাহ রোধে নতুন উদ্ভাবনী উদ্যোগ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে বয়স যাচাই বিষয়ক এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সভার আয়োজন করে জেলা প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুরের কর্মসূচি ব্যবস্থাপক ডা. হৃষিকেশ সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুরের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ প্রশান্ত কুমার সন্যাসী, এসএমএস প্রকল্পের ব্যবস্থাপক রহিদুল ইসলাম, সাংবাদিক তাহমিন হক ববী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুরের যোগাযোগ সমন্বয়কারী আসাদুজ্জামান রাসেল প্রমুখ।
সভায় জেলার ৬০ ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, ৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ডিজিটাল পদ্ধতিতে বাল্য বিবাহ বন্ধ করতে চালু হওয়া মোবাইল অ্যাপস ও বাল্য বিয়ে নিরোধ আইন- ২০১৭ সম্পর্কে আলোচনা করা হয় এ সভায়।সূত্র- বাসস