
বান্দরবানের লামায় চান্দের গাড়ি উল্টে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
সোমবার দুপুরে স্থানীয় যান চান্দের গাড়ি উল্টে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আলী কদম থেকে চকরিয়ার দিকে যাওয়ার পথে পর্যটন এলাকা মিরিঞ্জার কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান ওসি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় বা দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।