
১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন করতে গিয়ে দ্রব্যমূল্যে প্রভাব যাতে না পড়ে সেজন্য গরিব-মেহনতী মানুষের কথা মাথায় রেখে প্রস্তাবিত বাজেটের শতভাগ বাস্তবায়ন চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার ইমপেরিয়াল ইন্টান্যাশনাল হোটেলে জাতীয় পার্টি ঢাকা মহানগর (দ.) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এরশাদ।
তিনি বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট উত্থাপন হয়েছে জাতীয় সংসদে। এ বাজেট জনকল্যাণমুখী কিনা এমন প্রশ্নও তোলেন এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইসলাম এখন মসজিদ-মাদ্রাসাতেই সীমাবদ্ধ। মানুষের ঘরে ঘরে ইসলাম পৌঁছে দিতে হবে। বর্তমান সময়ে সর্বত্রই ইসলাম ধর্মাবলম্বীরা মার খাচ্ছে। তার পরেও মুসলমানদের সন্ত্রাসী আখ্যায়িত করা হচ্ছে।
আমেরিকাকে উদ্দেশ করে এরশাদ বলেন, আপনারা ইরাক ধ্বংস করলেন, লিবিয়া ধ্বংস করলেন, সিরিয়াও ধ্বংসের পথে, আইলানের মতো শিশুদের লাশ সমুদ্রে তীরে ভাসিয়েছেন এসব বন্ধ করুন।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাতীয় সংসদের সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।সূত্র- আরটিএনএন