
চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা-মরার ম্যাচে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার খেলতেই বৃষ্টির হানা দেয় ওভালের মাঠে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান। বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রেয়েছে।
এর আগে সতর্ক ভাবে শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম উইকেট ভাঙ্গেন রুবেল হোসেন। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার আক্রমণে এসেই উইকেট নেন তিনি। ডানহাতি পেসার ভেঙেন ৪৫ রানের উদ্বোধনী জুটি। তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন অ্যারন ফিঞ্চ (১৯)।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মতুর্জা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৩.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ১৮২ রান করে মাশরাফি বাহিনী।
এদিকে এদিন মাত্র ৫ রানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের দ্বিতীয় শতক পূর্ণ করতে পারেননি বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৯৫ রানে গিয়ে থামে তামিমের ইনিংস। এর আগের ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে ক্যারিয়ারের নবম শতক তুলেন তামিম।
লন্ডনের কেনিংটন ওভালে দিবারাত্রির ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হয়। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি, মাছরাঙ্গা টিভি ও স্টার স্পোর্টস।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মইসেস হেনরিকেস, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মিচেল স্টার্ক, অ্যাডাম জামপা, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।