
বগুড়ায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, আজ সকাল ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ফটকি ব্রীজ এলাকায় ঢাকা থেকে বগুড়াগামী এবং বগুড়া থেকে ঢাকাগামী দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন মারা যান।
নিহতরা হলো নওগাঁ জেলার পতœীতলার হলাকান্দ গ্রামের সাজেমান আলীর ছেলে মোকলেস (৩৫),একই উপজেলার সালপাগার গ্রামের মাহাতাব আলীর ছেলে করিম (৪৫) ও অজ্ঞাত একজন।
ওসি আরো জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে বগুড়ায় আসছিল। অপর ট্রাকটি চাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। সিমেন্ট বোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-৩৯১৬) এ থাকা ৩ জনই মারা যান। চাল বোঝাই ট্রাকের থাকা ৩ জন আহত হয়েছেন।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা বগুড়া মহাসড়কে প্রায় ২০মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাক দু’টি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ আটক করেছে।সূত্র- বাসস