
বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে মহিপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাগামী এইচ এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন কমপক্ষে ১০জন।
সোহেল রানা বলেন, আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও যোগ করেন ষ্টেশন অফিসার মো. সোহেল রানা।সূত্র- আরটিএনএন