আন্তর্জাতিক ডেস্ক :
আরেকটি রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছে সিরিয়া এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র দেশটিকে হুঁশিয়ার করে দিয়েছে।
যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলছে বাশার আল আসাদ আরেকটি রাসায়নিক হামলার প্রস্তুতি নেয়ার তথ্য তারা পেয়েছে। খবর বিবিসির।
হোয়াইট হাউজ বলছে, গত এপ্রিলের সন্দেহভাজন রাসায়নিক হামলার ঘটনার মতোই কার্যক্রম তারা দেখতে পাচ্ছে।
সেই হামলায় এক ডজনের মতো মানুষ মারা গেছে এবং তারপরই যুক্তরাষ্ট্র সিরিয়ান বিমান ঘাঁটিতে হামলা করে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলছে আবার রাসায়নিক হামলা হলে বাশার আল আসাদকে চড়া মূল্য দিতে হবে।
এতে বলা হয়, ‘আমরা আগেই বলেছি ইসলামিক স্টেটকে নির্মূল করতেই যুক্তরাষ্ট্র ইরাক ও সিরিয়ায় রয়েছে। যদিও মিস্টার আসাদ রাসায়নিক অস্ত্র দিয়ে আরেকটি গণহত্যা ঘটান, তাহলে তাকে ও তার পরিবারকে চড়া মূল্য দিতে হবে’।
প্রেসিডেন্ট আসাদ অবশ্য এপ্রিলে রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করেছেন।