গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা খাদ্য গুদামে চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয় মিলারদের কাছ থেকে চাল সংগ্রহের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রিয়াজুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু, বিশিষ্ট মিল ও চাতাল ব্যবসায়ী সোনা মিয়া, সোলায়মান হোসেন, গোলাম ফারুক রঞ্জু প্রমুখ। ফুলছড়ি উপজেলায় এবারে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৬৩২ দশমিক ৫৫০টন। এবারে চালে দর কেজি প্রতি ৩৪ টাকা নির্ধারণ করেছে সরকার। খাদ্য গুদাম সূত্রে জানা যায়, বর্তমান সময়ে চালের যে দাম সরকার নির্ধারণ করেছে তাতে করে সরকারী খাদ্য গুদামে চাল দিতে অপারগতা প্রকাশ করছে মিল ও চাতাল মালিকগণ। সরকারে নির্ধারণকৃত দামে নতুন চাল দিলে মিলারদের লোকসানে পড়তে হবে বলে মিলাররা জানান।