গাইবান্ধা প্রতিনিধিঃ ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাবেক উপজেলা পরিষদ জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. আশরাফুজ্জামান।