গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার বলেছেন, জ্ঞান আহরণের প্রথম শর্ত হলো বই পড়া এবং বইয়ের মধ্যেই নিজেকে আবিষ্কার করা সম্ভব। বিশেষ করে গ্রামাঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা আর্থিক অস্বচ্ছলতার কারণে কিনে বই পড়তে পারে না। ফলে তাদের মেধার বিকাশ বিঘিœত হয়। তিনি বলেন, কেবল মাত্র ভালো বইগুলো পড়ার মধ্য দিয়েই ধর্মান্ধতা, জঙ্গিবাদ, অশিক্ষা ও আত্মকেন্দ্রিকতা দূর করা সম্ভব।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইলে ‘আমাদের পাঠশালা’ নামে একটি পাঠাগারের উদ্বোধনকালে এ কথা বলেন। নতুন প্রজন্মের সন্তানদের মেধা বিকাশের লক্ষ্যে স্থানীয় তরুণদের উদ্যোগে এ পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়।
এ উপলক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পূর্ণিমা বণিক, বুড়াইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন স¤পাদক শাহ আলম যাদু, আমাদের পাঠশালার আহবায়ক আশিকুর রহমান মুন প্রমুখ।