
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদিয়া নামক স্থানে পিকআপভ্যান চাপায় টহলরত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত পুলিশের নাম মোতালেব চাকলাদার (৪৫)।
সোমবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব চাকলাদারের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার কৃষ্ণপুর গ্রামে। তার পিতার নাম আনোয়ার হোসেন চাকলাদার।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ পুলিশ কনস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে টহল পুলিশ ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদীতে দায়িত্ব পালন করছিল। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।সূত্র- আরটিএনএন