গাইবান্ধা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দিকে ধাবিত হচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়সহ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলে বিদ্যুতের মালামাল বিক্রি করে সাড়ে ১০ হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছিলেন।
বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন উন্নয়নসহ সারাদেশে আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।
শুক্রবার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জি.এইচ.এম ওহেদুল হকের সভাপতিত্বে কামারপাড়া, দহিচড়া, গজারিয়া, মেছট, জালালতাইড়, পচাইফলিয়া সহ ৯টি গ্রামে পল্লী বিদ্যুতায়ন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা মাহবুবর নিটল, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান মাফু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, সোনাতলা ইউপি চেয়ারম্যান আব্দুল হক মাষ্টার প্রমুখ।