
ক্রিকেটে ভারতের বিপর্যয়। অন্যদিকে হকিতে জয়। রবিবার লন্ডনে জোড়া পাক-ভারত ম্যাচের ফল এটাই। খেলার মাঠে দু’দলই জিততে পারে না। একটা দল জেতে, একটা দল হারে। এটাই খেলার নিয়ম। তাই জোড়া ম্যাচের পর সানিয়া মির্জা কি মন্তব্য করেন সেটাও দেখার অপেক্ষায় ছিল অনেকে।
এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই দু’বার খবরের শিরোনামে এসেছেন তিনি। এ জন্য তাকে পাকিস্তানের সমর্থক বলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে যুবরাজ সিংয়ের লুক-আ-লাইকের ছবি পোস্ট করেও কটাক্ষের শিকার হন। অনেকে তো বলেই দেন, টেনিসটা যেন পাকিস্তানে গিয়ে খেলেন সানিয়া। তাই এই ম্যাচের পর সবার চোখ ছিল সানিয়ার দিকে।
ম্যাচ শেষে সানিয়া যা টুইট করলেন তা হল, ‘ক্রিকেট মাঠে ভারত হেরেছে কিন্তু হকিতে ভারত জিতছে। তাই ভারত ও পাকিস্তান উভয়কেই কনগ্রাচুলেশন।’